লুকিয়ে বাগদান সেরেছেন রণবীর-আলিয়া!

আমাদের নিকলী ডেস্ক ।।

রণবীর কাপুর-আলিয়া ভাটের সম্পর্কের কথা এখন বি-টাউনের সকলেরই জানা। রণবীর-আলিয়া তাদের সম্পর্কের বিষয়টা নিয়ে প্রথম থেকেই খোলামেলা। তারা কেউই কখনও এ বিষয়টি নিয়ে লুকোচুরি খেলেননি। তারা যে প্রেম করছেন সে কথা বহু সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছেন ‘রালিয়া’। প্রেমের কথা স্বীকার করলেও কবে বাগদান সারবেন, কবে বিয়ে করবেন এ বিষয়টি বারবার এড়িয়ে গিয়েছেন আলিয়া, রণবীর দুজনেই। তবে তাদের বাগদান, বিয়ের খবর জানতে ভক্তদের আগ্রহের অন্ত নেই।

DNA সূত্রে খবর, ‘রালিয়া’ নাকি ইতিমধ্যেই বাগদান সেরে ফেলেছেন। আর এটা নাকি হয়েছে সুইৎজারল্যান্ডের সেন্ট মরিৎজ-এ। হ্যাঁ, ঠিকই শুনছেন। সুইৎজারল্যান্ডের সেন্ট মরিৎজেই বসেছিল আম্বানিপুত্র আকাশ ও স্লোকে প্রাক-বিবাহ অনুষ্ঠান। সেখানে হাজির হয়েছিলেন রণবীর-আলিয়া দুজনেই। আম্বানিদের অনুষ্ঠানের ফাঁকে সেখানে রণবীর-আলিয়াকে একান্তে সময় কাটাতেও দেখা গেছে। সেখানেই নাকি আলিয়ার হাতে আংটি পরিয়ে দেন রণবীর। সেখানে উপস্থিত বন্ধু-বান্ধবদের নিয়ে ছোটখাটো একটি পার্টিরও আয়োজন করেন তারা।

সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে গিয়ে রণবীরকে প্রকাশ্যে প্রেম নিবেদন করে বসেন। তাকে তার জীবনের অন্যতম মানুষ বলে উল্লেখ করেন আলিয়া। যাতে রণবীর কিছুটা লজ্জা পেয়ে যান।

কিছুদিন আগে সংবাদ সংস্থা সূত্রে খবর মেলে, ঋষি কাপুর খুব শীঘ্রই ভারতে ফিরবেন। আর তার কারণটা হল ছেলে রণবীর ও আলিয়ার বিয়ে। তবে এখন আবার শোনা যাচ্ছে ঋষি কাপুর ঠিক কবে ফিরবেন তা এখনও ঠিক নেই। তবে ছেলের বয়স বাড়ছে তাই রণবীর কবে বিয়ে করবে এ নিয়ে চিন্তিত ঋষি ও নীতু কাপুর দুজনেই। চিন্তিত ঋষি কাপুরের কথায়, রণবীর বয়সে তিনি বিয়ে করে বাচ্চার বাবাও হয়ে গিয়েছিলেন, আর রণবীর তো এখনও বিয়েটাই করছেন না। তারা চান রণবীর এবার বিয়েটা সেরেই ফেলুক। আর তাই পরিবারের কথা ভেবেই রণবীর-আলিয়া নাকি বাগদান সেরে ফেলেছেন।

সূত্র : পরিবর্তন

Similar Posts

error: Content is protected !!