ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের এমপি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক হুইপ মো. শহীদুজ্জামান সরকারের মাতা রওশনআরার (৮৮) নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
৬ এপ্রিল (শনিবার) বেলা ১১টায় মরহুমার নিজ গ্রাম বীরগ্রামে এ জানাযা অনুষ্ঠিত হয়।
বীরগ্রাম নিবাসী আতাউর রহমান সরকারের স্ত্রী, সাংসদ শহীদুজ্জামানের মাতা দীর্ঘদিন যাবত অসুস্থ্য থাকার পর গত ৫ এপ্রিল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার অনুষ্ঠিত জানাজায় অংশ নেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আ. মালেক, নওগাঁ সদরের সংসদ সদস্য নিজামুদ্দিন জলিল জন, মহাদেবপুর-বদলগাছীর সাংসদ সেলিম উদ্দিন তরফদার, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, জয়পুরহাট জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নুরুল আমিন, পত্নীতলার ভূতপূর্ব ইউএনও আবু হায়াত মো. রফিক, ভূতপূর্ব ওসি মাজহারুল ইসলাম, ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলামসহ ৫-৭ হাজার মুসল্লি, ধামইরহাট-পত্নীতলা ও নওগাঁ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানাযায় অংশগ্রহণ করেন।
মরহুমা মৃত্যুকালে বড় ছেলে সাংসদ শহীদুজ্জামানসহ ৩ ছেলে, ৮ মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।