নিজস্ব প্রতিনিধি, লাখাই (হবিগঞ্জ) ।।
হবিগঞ্জের লাখাই উপজেলার প্রাণকেন্দ্র স্থানীয় বুল্লাবাজারে সুপরিসর ও মনোরম পরিবেশে অত্যাধুনিক সুবিধাসম্বলিত “আলফু মোস্তফা সেন্টার” উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার (৫ এপ্রিল ২০১৯) বিকালে লাখাই উপজেলার বারবার নির্বাচিত ও জননন্দিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ এর উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আলফু মোস্তফা সেন্টারের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক বদিউল আলম কাজল, বুল্লা বাজার জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা আব্দুল বাতেন, বিশিষ্ট আইনজীবি এডভোকেট উবায়দুল্লাহ, ইঞ্জিনিয়ার সৈয়দ আলী আফজল, বিশিষ্ট মুরব্বি ব্যাকস-এর সাবেক সভাপতি বাদশা মিয়া, সাবেক ইউপি সদস্য আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা ও ব্যাকস-এর সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আজনু, আওয়ামী লীগ নেতা শাহ রেজাউদ্দিন দুলদুল, পবিস ডাইরেক্টর আব্দুল মতিন মাস্টার, শেখ সাদি, হাফেজ মাওলানা মারজান আহম্মদ, হাফেজ ফারুক আহম্মদ, এডভোকেট আলী নোয়াজ, দেবাশীষ আচার্য্য সাংবাদিক মহসিন সাদেকসহ বুল্লাবাজারের বিভিন্ন ব্যবসায়ী, দোকান মালিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।