নিকলীতে বিয়ের আসর থেকে বর আটক

কে এম স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

রোববার (৭ এপ্রিল ২০১৯) সন্ধ্যা সাতটায় বিয়ের আসর থেকে মো. একিন মিয়া (২২) নামের এক বরকে আটক করেছে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুছাম্মৎ শাহীনা আক্তার। আটক বর একিন আলীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর সিংগারপাড় গ্রামের মো. গিয়াস উদ্দিনের মেয়ে সুইটি আক্তারের (১৫) বিয়ের কথা হয়। বর একই উপজেলার দক্ষিণ জাল্লাবাদ গ্রামের আক্কাছ আলীর পুত্র মো. একিন মিয়া। রোববার (৭ এপ্রিল ২০১৯) সন্ধ্যায় বরযাত্রী কনের বাড়িতে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুছাম্মৎ শাহীনা আক্তার প্রয়োজনীয় লোকবল নিয়ে বিয়ের আসরে পৌঁছেন। বাল্য বিয়ের অপরাধে বর একিন মিয়াকে আটক করেন।

ভ্রাম্যমান আদালত বসিয়ে বর মো. একিন আলীকে ১০ দিনের কারাদণ্ড ও কনেপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

Similar Posts

error: Content is protected !!