ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে ৮ এপ্রিল সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের এমপি ও বিদ্যুৎ, জ্বালানি-খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাপতি শহীদুজ্জামান সরকার বলেন, “ধামইরহাট উপজেলায় মাদক নির্মূলে পুলিশ-প্রশাসনের সাথে জনগণকেও এগিয়ে আসতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যুব সমাজ থেকে মাদক নিয়ন্ত্রণ সম্ভব।”
এ সময় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজাহার আলী, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আতাউর রহমান, মৎস্য কর্মকর্তা আ. হান্নান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, ভারপ্রাপ্ত আনসার-ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা, সাব-ইন্সপেক্টর মহসীন আলী, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলামসহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ওসমান আলী, আ. ছালাম, সালেহ উদ্দিন আহমেদ, নিকাহ রেজিস্ট্রার সভাপতি মজিবর কাজী, আদিবাসী নেতা ইশ্বরমার্ডি, পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ কর্মকার, উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক আবু মুছা স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় মাদক, বাল্য বিবাহ নির্মূলে পুলিশ ও প্রশাসনকে কড়া নির্দেশনা প্রদান করেন এমপি শহীদুজ্জামান সরকার। সবশেষে একই অনুষ্ঠানে পহেলা বৈশাখ উদযাপন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।