বগুড়ার রামশহরে অগ্নিকাণ্ডে দোকান ও প্রাইভেট কার ভষ্মীভূত

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়া সদরের গোকুল ইউনিয়নের রামশহর উত্তরপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান ও পাশের গ্যারেজে রাখা একটি প্রাইভেট কার গাড়ি পুড়ে ভষ্মীভূত হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীরা ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ৮ লাখ টাকা ধারণা করেছেন।

স্থানীয় এলাকাবাসীরা জানান, রোববার (৭ এপ্রিল ২০১৯) রাত ৮টায় গোকুল ঐতিহাসিক বেহুলার বাসরঘরের পাশে রামশহর উত্তরপাড়া গ্রামে একটি গ্যারেজে আগুনের সূত্রপাত ঘটে। এতে গ্যারেজে রাখা ফজলুর রহমানের পুত্র আনোয়ার হোসেনের একটি প্রাইভেট কারে আগুন লেগে ভষ্মীভূত হয়।

এরপর পাশের বাদশা মিয়ার মুদির দোকানে দ্রুত আগুন ছড়িয়ে যায়। পরে স্থানীয়রা বগুড়া সদর ফায়ার সার্ভিস ও শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে বগুড়া সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আকমুল হক তুষার জানান, রাত ৮টায় সংবাদ পেয়ে আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা সাংবাদিকদের নিশ্চিত করতে পারেননি। এলাকাবাসীদের ধারণা পূর্বশত্রুতার জেরে কেউ এই আগুন লাগাতে পারে।

সংবাদ পেয়ে তাৎক্ষণিক রাত ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ, সদর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, ইউপি সদস্য জাকির হোসেন, বগুড়া অনলাইন রক্ত সংগঠনের সাধারণ সম্পাদক এম হাসান আদম। তারা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি অনুদান সহযোগিতা করার আশ্বস্ত করেন।

Similar Posts

error: Content is protected !!