মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
হাটহাজারীর খলিফাঘোনা এলাকায় হালদা নদীর অংশে ভেসে উঠে ৮ কেজি ওজনের একটি মরা মৃগেল মা মাছ। মাছটি দৈর্ঘ্যে ৩৩ ইঞ্চি। ৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে মাছটি উদ্ধার করা হয়।
হালদার গবেষক ও চবির প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া বলেন, ইঞ্জিনচালিত বোটের আঘাতে মা মাছটি রাতের কোনো সময়ে মারা যায়। পরে সকালে স্থানীয়রা দেখে খবর দিলে আমরা গিয়ে উদ্ধার করি।