ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ১০ এপ্রিল সকাল ৯টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে সভায় ধামইরহাট সরকারি এম এম কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, প্রজীপ কর্মকর্তা আ. মজিদ, এস আই অরুপ কুমার, পৌর আওয়ামী লীগ সম্পাদক কাউন্সিলর মুক্তাদিরুল হক, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দ্বিপক কুমার, উপ-সহকারী ভূমি কর্মকর্তা মিনারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
১০ এপ্রিল থেকে আগামী ১৬ এপ্রিল সপ্তাহব্যাপী অনলাইনে ই-নামজারী, ওয়ানস্টপ সার্ভিস, খাজনা-খারিজসহ বিভিন্ন সেবা প্রদান করবে উপজেলা ভূমি অফিস।