ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে আশির দশকে প্রণীত রাজশাহী বিভাগের বিভিন্ন উপজেলার ভূমি ব্যবহার মহাপরিকল্পনার স্টেকহোল্ডারদের নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। নগর উন্নয়ন অধিদপ্তর, রাজশাহীর আঞ্চলিক অফিসের উদ্যোগে বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে ধামইরহাট উপজেলার ম্যাপ নিয়ে আলোচনা ও স্টেকহোল্ডারদের নিয়ে গণশুনানী করা হয়।
এ সময় ধামইরহাট সরকারি এম এম কলেজের সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, নগর উন্নয়ন অধিদপ্তর, রাজশাহীর সহকারী প্ল্যানার আব্দুল ওয়াহাব, রেখাকার রমজান আলী, মাহবুব হোসেন, ওসি জাকিরুল ইসলাম, চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম, খেলাল ই রব্বানী, সাংবাদিক আব্দুল মালেক, আবু মুছা স্বপন, মেহেদী হাসান প্রমুখ শুনানীতে অংশগ্রহণ করেন।
পরে স্টেকহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের লিখিত উত্তর ও মতামত গ্রহণ করা হয়।