মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
আগামী ২৬ ও ২৭ এপ্রিল বগুড়া সদরের ঐতিহাসিক গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬ যুগপূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন উপলক্ষে শুক্রবার (১২ এপ্রিল ২০১৯) বিকালে চুড়ান্ত প্রস্তুতি মুলক ও পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন।
আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাগেবুল ইসলাম রিপু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম ডাবলু, সদর থানা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ, সদর থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি সরকার সাইফুল ইসলাম, সবুজ নার্সারীর সত্ত্বাধীকারী আলহাজ্ব আব্দুল মান্নান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, অত্র বিদ্যালয়ের সভাপতি ফেরদৌস আলম পিলু, ইউপি সদস্য ইমদাদুল হক দুলাল, অত্র বিদ্যালয়ের সদস্য এবিএম মিলন।
এ সময় অত্র বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বতর্মান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।