মোঃ নজরুল ইসলাম, অষ্টগ্রাম প্রতিনিধি ।।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অষ্টগ্রামের উদ্যোগে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল ২০১৯) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাজেদুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা অষ্টগ্রাম উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম সেলিম ও স্বাস্থ্য সহকারী মুহা. রেশম খাঁন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা অষ্টগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও আমাদের নিকলী ডটকম প্রতিনিধি নজরুল ইসলাম সাগর, মানবজমিন প্রতিনিধি অজিত দত্ত, যায়যায়দিন প্রতিনিধি মন্তোষ চক্রবর্তীসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভাপতি তার বক্তব্যে সাংবাদিকদের অবহিত করে বলেন- “স্বাস্থ্য সেবা অধিকার-শেখ হাসিনার অঙ্গিকার” এ প্রতিপাদ্য নিয়ে আগামী ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল ২০১৯ পর্যন্ত জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠান উদ্বোধন করবেন।
অন্যান্য অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিশেষ চিকিৎসা সেবা প্রদান, স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিকের অবদান শীর্ষক আলোচনা, স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক আলোচনা, বর্ণাঢ্য র্যালী, স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সেবাদাতা ও গ্রহিতাদের মধ্যে মতবিনিময়, অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বিশেষায়িত চিকিৎসা, অটিজম ও মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা, চিকিৎসা সেবার নৈতিকতা নিয়ে আলোচনা এবং ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯-এর সমাপনী অনুষ্ঠান। তিনি জাতীয় স্বাস্থ্য সেবা সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।