মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
সারাদেশের মতো উৎসবমুখর পরিবেশ আর বর্ণিল আয়োজনে হবিগঞ্জের লাখাইয়ে পালিত হলো বাংলা নববর্ষ ১৪২৬ বাঙলা সনের প্রথম দিন “পহেলা বৈশাখ”। বাঙ্গালীর ঐতিহ্যবাহী উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা চত্তর থেকে সকাল ৯টায় লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে বের হয় “বর্ষবরণ উৎসব ও মঙ্গল শোভাযাত্রা।
শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে পান্তাভাত ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। এতে লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহিনা আক্তার, নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান প্রধান শিক্ষক আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া আক্তার, ইউপি চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, আবুল কাশেম মোল্লা ফয়সল, বাফিকুল ইসলামসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, সাংস্কৃতিক গোষ্ঠী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পহেলা বৈশাখ উপলক্ষে বাড়তি উৎসবের আমেজ পরিলক্ষিত হয় শিশু-কিশোরদের মাঝে। বৈশাখের সাজে গ্রামীণ জনপদগুলোতে দেখা দেয় বাড়তি কলরব।