নুসরাতের শোকে কাতর নতুন বছর : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী বলেছেন, নুসরাতের শোকে কাতর বাংলা নতুন বছর। এবার নববর্ষ সারাদেশে শোক নিয়ে এসেছে। যে কারণে নুসরাতকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সারাদেশে স্বাধীনতার স্বপক্ষের রাজনীতিকদের রাজনৈতিক ধারা নতুনধারা বাংলাদেশ এনডিবির ৭ লাখ নেতাকর্মী শোক উদযাপন করেছে। যে পর্যন্ত নুসরাত হত্যাকারীদের বিচার না হবে, সে পর্যন্ত ৪৭ জেলা, ১০৪ উপজেলা, ১৪ প্রবাসী শাখাসহ বিভিন্ন স্থানে নতুনধারার মানববন্ধন, অনশন, বিক্ষোভ সমাবেশ অব্যাহত থাকবে।

১৫ এপ্রিল ৩৩ তোপখানা রোডস্থ কার্যালয়ে “নববর্ষে শোক উদযাপন” কর্মসূচির দ্বিতীয় দিনে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার চঞ্চল মেহমুদ কাশেম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব আনোয়ার হোসাইন ভূঁইয়া, সহশিক্ষা বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, কাজী নাজমুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন। সংবাদ বিজ্ঞপ্তি

Similar Posts

error: Content is protected !!