ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে বাংলা নববর্ষ ১৪২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ উপলক্ষে সকাল ৯টায় একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদের এমপি শহীদুজ্জামান সরকার।
পরে উপজেলা স্মৃতিসৌধ বেদিতে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের এমপি শহীদুজ্জামান সরকার। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কাসহ নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ বাংলা নববর্ষের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন।
পরে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পী ও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশিক্ষিত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিকেল ৪টায় ধামইরহাট সরকারি এম এম কলেজে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।