নিয়াদ হাসান রকি, বিশেষ প্রতিনিধি ।।
ঢাকাস্থ নিকলী একতা সমিতির উদ্যোগে গতকাল রোববার বাংলা নতুন বছরের প্রথম দিনে (১৪ এপ্রিল ২০১৯) রাজধানীর নাখালপাড়ায় নিকলী উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এম রুহুল কুদ্দুস ভূইয়া জনিকে সংবর্ধনা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ আব্দুল কাদের।
আরো উপস্থিত ছিলেন নাখালপাড়া যুব কল্যাণ সংঘ সভাপতি আব্দুল্লাহ আল মঞ্জু, ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রুহুল কুদ্দুস ভূইয়া তপন, তেজগাঁও থানা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম ইকবাল, তেজগাঁও থানা জাতীয় শ্রমিকলীগ সভাপতি মতিন মৃধা, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক ও তেজগাঁও শিল্পগোষ্ঠী সভাপতি কাজী আকরাম হোসেন, এমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন তেজগাঁও থানা শাখা সভাপতি গোলাম মোস্তফা, তেজগাঁও থানা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মটর চালকলীগ তেজগাঁও থানা সভাপতি গিয়াস উদ্দিন গেসু এবং তেজগাঁও শ্রম কল্যাণ শিল্পগোষ্ঠী সাধারণ সম্পাদক বশির আহমেদ।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকাস্থ নিকলী একতা সমিতির সকল শ্রেণীর সদস্যগণ উপস্থিত ছিলেন।