ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-এর উদ্বোধন করা হয়েছে। “স্বাস্থ্য সেবা অধিকার-শেখ হাসিনার অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে ১৬ এপ্রিল সকাল ১০টায় ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬-২০ এপ্রিল জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধন করেন জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।
উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল বাকি, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ওসি জাকিরুল ইসলাম, আরএমও ডা. আরাফাত ইমাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক রেজুয়ান আলম প্রমুখ উপস্থিত ছিলেন।