হাটহাজারীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

হাটহাজারী উপজেলাধীন গুমানমর্দ্দন এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ এপ্রিল ২০১৯) রাত সাড়ে নয়টার দিকে গুমানমর্দ্দন ইউপি এলাকার ওয়াশীল তালুকদার বাড়ি থেকে প্রবাসী খোরশেদুল আলমের স্ত্রী পারভিন মনি (২৪)-এর লাশ উদ্ধার করে।

খবর পেয়ে নিহতের বড় ভাই মোঃ রাশেদুল ইসলাম ছুটে এসে বোনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে অশ্রুসিক্ত নয়নে বলেন, আমি ঘটনার সুষ্ঠু তদন্ত চাই, আমি এর বিচার চাই।

মডেল থানার এসআই জসিম জানান, খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে প্রবাসীর স্ত্রীর নিজ ঘরের ফ্যানের রডে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পুলিশ লাশ উদ্ধার করে লাশের সুরতহাল তৈরি করে চমেক মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়টি জানা যাবে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হবে বলেও জানান।

গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যানের কাছে জানতে চাইলে মুঠোফোন বলেন, আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দেখি মহিলার ঝুলন্ত লাশ। তাৎক্ষণিক থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। এটি হত্যা নাকি আত্মহত্যা জিজ্ঞাসা করলে সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

প্রবাসী খোরশেদুল আলমের সাথে নিহত পারভিন ২০১৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দাম্পত্য জীবনে তায়েফ (৫) পুত্র ও বিথনি ২ বছরের কন্যা সন্তান রয়েছে। খোরশেদ এখনো দেশের বাইরে (ওমান) রয়েছেন বলে জানা যায়।

Similar Posts

error: Content is protected !!