হিলচিয়ায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই যুবকের মৃত্যু

খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের বাজিতপুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল ২০১৯) সকাল ৯টায় উপজেলার হিলচিয়া ইউনিয়নের বেলভিটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা বেলভিটার মগল মিয়ার পুত্র মিষ্টু মিয়া (৪০) ও রেনু মিয়ার পুত্র সুমন মিয়া (৩৮)।

এলাকাবাসি জানায়, বেলভিটা গ্রামে বিদ্যুৎ সরবরাহের একটি তার ছিঁড়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষকে জানাতে মুঠো ফোনে পাওয়া যায়নি। একটি খরের স্তূপে অগ্নুৎপাতের সৃষ্টি হলে কয়েক যুবক তাৎক্ষণিক তারটি সরানোর উদ্যোগ নেয়। এ সময় ৩ যুবক বিদ্যুস্পৃষ্ট হয়। ঘটনাস্থলে মিষ্টু মিয়া ও হাসপাতালে নেয়ার পথে সুমন মিয়ার মৃত্যু ঘটে। অপর যুবক করিম মিয়া হাসপাতালে ভর্তি রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

এ ব্যাপারে বাজিতপুর বিদ্যুৎ অফিসের এসবিএ মো. হাবিবুল ইসলাম তালুকদার জানান, ঘটনাটি দুঃখজনক। তিনটি লাইনে একসাথে সমস্যার কারণে ব্যস্ত ছিলাম। জানালে অবশ্যই ব্যবস্থা নিতাম। ঘটনার পর বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!