দামপাড়ায় সাবেক প্রেমিককে হাতুরিপেটা!

খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলীতে মমিন মিয়া (২৪) নামের এক সাবেক প্রেমিককে হাতুরিপেটায় ও তার পিতা মঈনুদ্দিনকে (৫৫) কুপিয়ে আহত করেছে এক প্রেমিকার ভাই। বুধবার (১৭ এপ্রিল ২০১৯) উপজেলার দামপাড়ায় এ ঘটনা ঘটেছে।

আহত পিতা-পুত্রকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রেমিক মমিন মিয়ার অবস্থা আশংকাজনক বলে পরিবার সূত্র জানায়।

ঘটনার বিবরণে জানা যায়, নিকলী উপজেলা দামপাড়া ইউনিয়নের নূরুল ইসলাম মডেল কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর সাথে মমিন মিয়ার প্রণয় চলছিলো। কিছুদিন পূর্বে মমিন অন্যত্র বিয়ে করে। বিয়ের পরও ওই ছাত্রীর সাথে গোপন সম্পর্ক চলতে থাকে। এক পর্যায়ে বিষয়টি ছাত্রীটির পরিবারের কাছে ধরা পড়ে।

ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ স্থানীয় ব্যক্তিবর্গকে বিষয়টি জানালে সপ্তাহ পূর্বে শালিস বসে। পরবর্তীতে এই সম্পর্ক রাখলে জরিমানাসহ মমিনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার কথা জানানো হয় শালিসে। এবং মমিনকে ইচ্ছামতো শাস্তি দিতে পিতা মইনুদ্দিনকে বলা হয়। মইনুদ্দিন সীমিত লোকের মোকাবেলায় পুত্র মমিনকে জুতাপেটা করে।

ঘটনা শুনে ছাত্রীর ভাই মাহাবুব (৩০) ঢাকা থেকে বাড়ি ফিরে। বুধবার এলাকার মিয়াবাড়ির সামনে ওঁৎপেতে থাকা মাহাবুব গং হাতুরি দিয়ে মমিনের মাথায় উপর্যুপরি আঘাত করতে থাকে। মমিনের চিৎকারে পিতা মইনুদ্দিন ছুটে এলে তাকেও রাম দা দিয়ে কুপিয়ে আহত করে তারা।

নিকলী থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন ভূইয়া জানান, কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Similar Posts

error: Content is protected !!