মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
হবিগঞ্জের লাখাইয়ে খরিপ-১ (২০১৯-২০২০) মৌসুমে আউশ আবাদ বৃদ্ধির লক্ষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার হ্যালিপ্যাড মাঠে লাখাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৬টি ইউনিয়নের ১৫শ’ কৃষকের মাঝে এই সার, বীজ ও কৃষি উপকরণ তুলে দেন হবিগঞ্জ লাখাই সায়েস্তাগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবুজাহির এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহিনা আক্তারের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্যের উপস্থাপনায় বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানা অফিসার ইনচার্জ এমরান হোসেন, প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলীনেয়াজ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা হেলাল উদ্দিন, গীতা পাঠ করেন দেবাশীষ আচার্য্য। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এনামুল হক, রফিকুল ইসলাম মলাই, শাহরেজা উদ্দিন দুলদুল।
এ সময় প্রধান অতিথি এডভোকেট আবুজাহির এমপি কৃষকদের মাঝে ৩টি কম্বাইন্ড হার্বেস্টার, ৬টি রিপার মেশিন ও ১টি ধান কাটার যন্ত্রসহ কৃষকদের হাতে ৫ কেজি বীজ, ৫ কেজি ডিএমপি, ১০ কেজি এমওপি।