মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
হাটহাজারীতে হামিদুল আলম স্বপন (৩৫) নামের এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে আটক করেছে মডেল থানা পুলিশ। বুধবার (১৭ এপ্রিল ২০১৯) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের নুর আহম্মদ ফোরকান বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক হামিদুল ওই এলাকার মৃত মুন্সি মিয়ার পুত্র বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এসআই নিমাই চন্দ্র, এসআই পরেশ এবং এসআই কামরুজ্জামান সংগীয় ফোর্স নিয়ে উক্ত এলাকায় অভিযান চালিয়ে হামিদুলকে আটক করে। আটককৃত ব্যক্তি হত্যা, বিস্ফোরক দ্রব্য, সরকারি কর্মকর্তাদের ওপর হামলা মামলার বিশেষ ক্ষমতা আইন(৩০২) ধারার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মডেল থানার এসআই নিমাই চন্দ্র জানান, বৃহস্পতিবার ১৮ এপ্রিল দুপুরের দিকে আটককৃতকে কারাগারে প্রেরণ করা হয়েছে।