গীতিকার আহমেদ কায়সারকে নিয়ে লেখা আহ্বান

অনলাইন প্রেস ইউনিটির ভাইস চেয়ারম্যান কবি রিপন শান ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার মোমিন মেহেদী সম্পাদিত গ্রন্থের জন্য “পাগল মন”খ্যাত গানের গীতিকার আহমেদ কায়সারকে নিয়ে লেখা আহ্বান করা হয়েছে। প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা সদ্যপ্রয়াত গীতিকার আহমেদ কায়সার-এর জীবন ও কর্ম নিয়ে এই গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে।

কবিতা, ছড়া হলে সর্বোচ্চ ১৬ লাইন এবং স্মৃতিকথা বা নিবন্ধ হলে সর্বোচ্চ ৪শ’ শব্দের মধ্যে লিখে নাম, ঠিকানা, সংক্ষিপ্ত পরিচিতি ও ছবিসহ soundbangla.tv@gmail.com মেইল করতে হবে অথবা সরাসরি পেন ড্রাইভ বা সিডি দিতে ৩৩ তোপখানা রোড (নিচতলা) ঢাকা ১০০০-এ আসতে পারেন। প্রয়োজনে ০১৯৭২৭৪০০১৫ নম্বরে কলও করতে পারেন। লেখা দিতে হবে ১২ মে’র মধ্যে।

উল্লেখ্য, নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম সদস্য “পাগল মন”খ্যাত গানের গীতিকার আহমেদ কায়সার (৬২) ২ এপ্রিল ২০১৯ পটুয়াখালীর চরখালির নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। তিনি কণ্ঠশিল্পী দিলরুবা খান-এর গাওয়া পাগল মন সহ সহস্রাধিক গানের গীতিকার। তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা অর্ধশত। উল্লেখযোগ্য হলো- ছন্দ ছড়ায় বঙ্গবন্ধু, ফুলগুলো পথে পথে, একটি হৃদযন্ত্রের ভ্রমণ কাহিনী। তিনি নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম সদস্য হিসেবে ২০১৫ সালে যোগদান করেন। এছাড়াও তিনি জাতীয় সাংস্কৃতিক ধারা, বাংলাদেশ লেখক সমিতি, সাউন্ডবাংলা, অনলাইন প্রেস ইউনিটি সহ শতাধিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তাঁর সম্পাদিত বাংলাদেশের একমাত্র নিয়মিত ছড়া পত্রিকা “ছড়ার আসর” ব্যাপক আলোচিত ছিলো। লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন নজরুল সম্মাননা, আমরা করবো জয় সম্মাননা, সাউন্ডবাংলা গোল্ডেন বুক অ্যাওয়ার্ড, স্বপ্নালোক স্বর্ণকলম সম্মাননা, ওসমানী পুরস্কারসহ অসংখ্য সম্মাননা ও পুরস্কার। সংবাদ বিজ্ঞপ্তি

Similar Posts

error: Content is protected !!