মোঃ নজরুল ইসলাম, অষ্টগ্রাম প্রতিনিধি ।।
আজ শুক্রবার (১৯ এপ্রিল ২০১৯) হাওর উপজেলা অষ্টগ্রামের সর্বপ্রথম বেসরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্র মেহরাব হেলথ কেয়ার এন্ড জেনারেল হসপিটালের উদ্বোধন করা হয়। মহামান্য রাষ্ট্রপতির সুযোগ্য সন্তান কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার রেজওয়ান আহমেদ তৌফিক কেক কেটে এর শুভ উদ্বোধন করেন।
এ সময় তার সাথে ছিলেন অষ্টগ্রাম উপজেলা চেয়াম্যান শহীদুল ইসলাম জেমস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ, মেহরাব হেলথ কেয়ার এন্ড জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ নাজমুল হাসান (সোহেল) ও মেহরাব হেলথ কেয়ার এন্ড জেনারেল হসপিটালের চেয়ারম্যান ডাঃ মাহমুদা আক্তার (শরিফা) ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেহরাব হেলথ কেয়ার এন্ড জেনারেল হসপিটালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডাঃ নাজমুল হাসান (সোহেল) এ প্রতিবেদককে জানান, হাওরের বৃহত্তর জনগোষ্ঠী স্বাস্থ্য ও শিক্ষায় দীর্ঘদিন ধরেই পিছিয়ে রয়েছে। স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এ হাওরবাসীর কথা চিন্তা করেই আমি এ হাসপাতালটি প্রতিষ্ঠা করেছি। এখানে স্বল্প খরচে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা স্বাস্থ্য সেবাসহ সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকবে।
তিনি বলেন, হাওরের স্বাস্থ্য সেবাকে আধুনিকায়ন ও আরও একধাপ এগিয়ে নিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।