খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলীতে মমিন মিয়া (২৪) নামের এক সাবেক প্রেমিককে হাতুরিপেটায় ও তার পিতা মঈনুদ্দিনকে (৫৫) কুপিয়ে আহত করেছে এক প্রেমিকার আত্মীয়রা। বুধবার (১৭ এপ্রিল ২০১৯) উপজেলার দামপাড়ায় এ ঘটনা ঘটে। আহত পিতা-পুত্র ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এই সুযোগে ওই ছাত্রীর (প্রেমিকা) পক্ষে তার ভাই হাবিবুর রহমান বাদি হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পিতা-পুত্রসহ ছয়জনের নাম উল্লেখ করে নিকলী থানায় অভিযোগ দায়ের করেছেন।
শালিস বৈঠক ও একাধিক সূত্র মতে, নিকলী উপজেলা দামপাড়া ইউনিয়নের নূরুল ইসলাম মডেল কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর সাথে মমিন মিয়ার প্রণয় চলছিলো। কিছুদিন পূর্বে মমিন অন্যত্র বিয়ে করেন। বিয়ের পরও ওই ছাত্রীর সাথে গোপন সম্পর্ক চলতে থাকে। গত ৮ এপ্রিল বিষয়টি ছাত্রীটির পরিবারের কাছে ধরা পড়ে। ছাত্রীর ভবিষ্যৎ ভেবে তার পরিবার বিষয়টি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ স্থানীয় ব্যক্তিবর্গর কাছে মমিনের বিরুদ্ধে বিচার প্রার্থি হয়। ১২ এপ্রিল শালিস বৈঠক বসে।
পরবর্তীতে এই সম্পর্ক রাখলে জরিমানাসহ মমিনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার কথা জানানো হয় শালিসে। এবং মমিনের শাস্তির জন্য পিতা মইনুদ্দিনকে বলা হয়। মইনুদ্দিন তার পুত্র মমিনকে জুতাপেটা করে। নারায়ণগঞ্জে এক প্রভাবশালী শ্রমিক সর্দারের ড্রাইভার হিসাবে চাকুরিরত ওই ছাত্রীর ভাই হাবিবুর রহমান (৩৫) বাড়ি ফিরে সঙ্ঘবদ্ধ হন।
বুধবার (১৭ এপ্রিল ২০১৯) এলাকার মিয়াবাড়ির সামনে ওঁৎপেতে থাকা হাবিবুর গং হাতুরি দিয়ে পথচারি মমিনের মাথায় উপর্যুপরি আঘাত করতে থাকে। মমিনের চিৎকারে পিতা মইনুদ্দিন ছুটে এলে তাকেও রাম দা দিয়ে কুপিয়ে আহত করেন তারা।
নিকলী থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন ভূইয়া জানান, একটি অভিযোগ পেয়েছেন। এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেবেন।