মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
হাটহাজারীতে সুলতানা পারভিন মনির হত্যার বিচারে দাবিতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের সরকারহাট বাজারে সড়ক অবরোধ করে বালুখালীর সর্বস্তরের জনসাধারণ। ফলে দীর্ঘ দেড় ঘণ্টা অবরোধে পার্বত্য জেলা খাগড়াছড়ি ও বন্দরনগরী চট্টগ্রামমুখী হাজার হাজার যাত্রীসাধারণকে তীব্র যানজটে পড়ে চরম দুর্ভোগ পোহাতে হয়। এ সময় মানববন্ধন স্থলের মহাসড়কের উভয় পাশে দীর্ঘ চার কিলোমিটার এলাকা জুড়ে যানবাহন আটকা পড়ে।
শুক্রবার (১৯ এপ্রিল ২০১৯) বিকাল ৪টার দিকে উক্ত মহাসড়কের সরকারহাট বাজারে গৃহবধূ হত্যার বিচার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুলতানা পারভিন মনি হত্যার বিচার দাবিতে মানববন্ধনে অংশগ্রহণকারী উত্তেজিত জনতা বিকাল ৪টা ৫ মিনিটে মহাসড়কে নেমে আসে এবং চট্টগ্রাম-খাগড়াছড়ির মহাসড়কের সরকারহাট বাজারে সড়ক অবরোধ করে রাখে।
এ সময় উত্তেজিত জনতা হত্যাকারীদের সুষ্ঠু বিচারের দাবিতে স্লোগান দিয়ে বলতে থাকেন, হাটহাজারী মডেল থানার ওসি মানববন্ধনস্থলে যতক্ষণ পর্যন্ত আসবে না, ততক্ষণ পর্যন্ত তারা মহাসড়কের অবরোধ প্রত্যাহার করবে না বলে ঘোষণা দেন।
খবর পেয়ে বিকাল সাড়ে ৫টায় তীব্র যানজট উপেক্ষা করে মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাংগীর মানববন্ধনস্থলে এসে উত্তেজিত জনতাকে সুলতানা পারভিন মনির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের আওতায় আনার আশ্বাস দেন। ওসি আশ্বস্ত করে আহ্বান জানানোর পর উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ তুলে নেন।
উল্লেখ্য, উপজেলাধীন ৪নং গুমানমর্দ্দন ইউনিয়নে ওয়াশীল তালুকদার বাড়ির প্রবাসী খোরশেদুল আলমের স্ত্রী ও ২ সন্তানের জননী সুলতানা পারভিন মনি নিজের শ্বশুরবাড়ির ভবনের ৩য় তলায় ফ্যানের রডের সাথে গলায় ওড়না পেঁচানো ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।