মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়ার মহাস্থানে মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রাক উল্টে ১ পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। নিহত ব্যক্তি গোকুল ইউনিয়নের সাদা পাড়া গ্রামের মৃত লাল ফকিরের পুত্র কালু মিয়া (৬০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টায় ঢাকা থেকে রংপুরগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক মহাস্থান বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান বোরহান উদ্দিন মাজার গেটের সামনে এক মোটরসাইকেল আরোহী বেপরোয়াভাবে রাস্তা পারাপার হয়। এসময় দ্রুতগামী ট্রাকটি তাকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে বগুড়াগামী অপর একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে ট্রাকটি পাশের খাদে পড়ে উল্টে যায়।
এতে রাস্তার ফুটপাত দিয়ে ভাড়পল্লি নিয়ে হেঁটে যাওয়া গোকুল ইউনিয়নের চুন ব্যবসায়ী কালু মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবং মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে আহতদের দ্রুত উদ্ধার করে (টিএমএসএস) রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করে দেয়।
এ ঘটনায় আহতরা হলেন, বগুড়া সদরের রামশহর উত্তরপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র মিজানুল হক লিজু (৪২) এবং পার্শ্ববর্তী পলাশবাড়ী গ্রামের সোহাগ মিয়া।
ট্রাকচালক শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের পুটখুর গ্রামের আব্দুল সালামের পুত্র মোরশেদুল আলম (৩২)। একই এলাকার বাসিন্দা হেলপার এরশাদুল হক (২৮)। এ ঘটনায় আহত মাইক্রোচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের তদন্ত সাব ইন্সপেক্টর আল ফারুকের সাথে কথা বললে, তিনি দুর্ঘটনার বিবরণে জানান, সংবাদ পেয়ে আমরা দুর্ঘটনাস্থলে পৌছে সড়কের মাঝখানে দুর্ঘটনা কবলিত মাইক্রো ও ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে রাস্তার দুই পাশে আটকে থাকা যানজট মুক্ত করি। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় ১জন পথচারী নিহত হয়েছেন বলেও তিনি নিশ্চিত করেন। তিনি দুর্ঘটনার কারণ খতিয়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। এদিকে নিহত কালুর লাশ তার গ্রামে পৌঁছলে সেখানে নেমে আসে শোকের ছায়া।
মহাস্থানে এ সড়ক দুর্ঘটনার প্রায় ৭ ঘণ্টার ব্যবধানে শুক্রবার বিকাল ৪টায় ফের বগুড়া শহরতলীর ঢাকা-রংপুর মহাসড়কের নওদাপাড়া নামক স্থানে আবারো এসআর ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে বেশ কয়েকজন আহতের ঘটনা ঘটেছে।