ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নবনির্বাচিতরা দায়িত্ব গ্রহণ করেছেন। গত ১৮ এপ্রিল নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণের মধ্য দিয়ে ২১ এপ্রিল বেলা দেড়টায় ধামইরহাট উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতি ৫ম উপজেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যান মো. আজাহার আলী মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, ওসি জাকিরুল ইসলাম, ৮টি ইউনিয়নের সকল চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ।
আগামী ৫ বছর ধামইরহাট উপজেলাকে মাদক-বাল্য বিয়েতে প্রতিরোধ ও জঙ্গিবাদমুক্ত ধামইরহাট গড়ার লক্ষ্যে উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিগণ কাজ করে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।