অর্ধশত জেলে পরিবারকে জাল ও নৌকা দিলেন এমপি তৌফিক

আমাদের নিকলী ডেস্ক ।।

হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলার হতদরিদ্র ৫০টি জেলে পরিবারের মাঝে জাল ও ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা বিতরণ করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল ২০১৯) দুপুরে আনুষ্ঠানিকভাবে জেলেদের হাতে জাল ও ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা হস্তান্তর করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের আয়োজনে এসব জাল ও ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আয়ুব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি।

এতে বিশেষ অতিথি ছিলেন মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের হেড অফ অপারেশন মো. জসিম উদ্দিন ফেরদৌস, মিঠামইন উপজেলা সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের ব্যবস্থাপক মুজিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে মিঠামইন থানা ঘাটে জেলেদের হাতে ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

সূত্র : কিশোরগঞ্জ নিউজ

Similar Posts

error: Content is protected !!