হাটহাজারীতে অস্ত্রসহ ভুয়া সাংবাদিক আটক

মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

হাটহাজারীতে সাহাবুদ্দিন মাহমুদ শিপুকে (৪৫) ভুয়া সাংবাদিককে অস্ত্রসহ আটক করেছে মডেল থানা পুলিশ। রোববার (২১ এপ্রিল ২০১৯) রাত ১১টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার কামালপাড়া বায়তুস সালাহ জামে মসজিদ থেকে তাকে আটক করে। অস্ত্রসহ আটক শিপু হাটহাজারী পৌর এলাকার পূর্ব আলমপুর আলী হোসেন মাতব্বরের বাড়ির মৃত ইউনুচ মিয়ার পুত্র বলে জানা যায়।

মডেল থানার এসআই আনিস আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হাটহাজারী উপজেলা গেইটে গ্রেফতার করার চেষ্টা করলে সে দৌড়ে পালিয়ে মুসল্লি সেজে কামালপাড়া বায়তুস সালাহ জামে মসজিদে প্রবেশ করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। পরে মসজিদ থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশী করে একটি পিস্তল, দু’টি ম্যাগজিন ও ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আটক শিপুর হাটহাজারী মাদ্রাসার সামনে ফয়জিয়া মেডিসিন হাউজ নামে গবাদিপশুর ওষুধের একটি দোকান রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় মডেল থানায় পুলিশ বাদি হয়ে একটি অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। মামলা নং ২৪ এবং আটককৃতকে দুপুরের দিকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে আটককৃত সেফুর সাথে কথা বললে তিনি জানান, আমি “হাটহাজারী বার্তা”য় কাজ করি। অস্ত্রটি কোথায় পেয়েছেন জানতে চাইলে আটককৃত শিপু জানান, আমার এক বন্ধু মাত্র ১০ মিনিটের জন্য অস্ত্রটি আমাকে রাখতে দিয়েছিল।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Similar Posts

error: Content is protected !!