লাখাইয়ে নিখোঁজের দুই মাস পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

লাখাইয়ে নিখোঁজের দুই মাস পর উজ্জল মিয়া (২২) নামে এক কলেজছাত্রের বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (২২ এপ্রিল ২০১৯) বিকাল ৫টায় হবিগঞ্জর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, লাখাই থানা ওসি ইমরান হোসেন এবং ওসি তদন্ত অজয় দেবের নেতৃত্বে একদল পুলিশ ধর্মপুর গ্রামের দক্ষিণে মেদিবিল এলাকায় খচুরিপানা ও পানির নিচে নিমজ্জিত বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করে। পরে লাশের পরনের প্যান্ট দেখে লাশ উজ্জল মিয়ার বলে নিশ্চিত করেন তার বাবা উপজেলার মুড়াকারি গ্রামের শাহআলম। উজ্জল মিয়া হবিগঞ্জ সাঈদ উদ্দিন ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র ছিলেন।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একই উপজেলার ধর্মপুর গ্রামের প্রেমিকা ও তার বাবা, মাসহ ৩জনকে আটক করা হয়েছে। আটক প্রেমিকা উপজেলার ধর্মপুর গ্রামের মঞ্জু মিয়ার (৪৫) কন্যা হবিগঞ্জ বৃন্দাবন কলেজের ২য় বর্ষের ছাত্রী ফারজানা (১৭)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি ২০১৯ রাতে উজ্জল মিয়া একই উপজেলার ধর্মপুর গ্রামের মঞ্জুর মিয়ার কন্যা প্রেমিকা ফারজানার বাড়িতে সাক্ষাৎ করতে যায়। এক পর্যায়ে প্রেমিকার সাথে দৈহিক সম্পর্কে মিলিত হয়। এ সময় প্রেমিক উজ্জল মিয়ার মোবাইলে অন্য একটি মেয়ের ফোন আসে; এতে করে প্রেমিকা ফারজানা ছাড়াও অন্য মেয়ের সাথে প্রেমিক উজ্জলের সম্পর্ক আছে যেনে ক্ষিপ্ত হয়ে প্রেমিক উজ্জলকে হত্যার উদ্দ্যেশ্যে মসলা পিসার শিল দিয়ে মাথায় ও বুকে উপর্যুপরি আঘাত করে অজ্ঞান করে এবং এক পর্যায়ে হাত ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে লাশ ঘরের মেজেতে পুঁতে রেখে ফারজানা ঢাকায় অবস্থানরত বাবা-মায়ের কাছে চলে আসে এবং ঘটনা জানায়। পরে প্রেমিকার বাবা বিষয়টি অবগত হয়ে ১০/১২ দিন পর গ্রামের বাড়িতে এসে লাশ বস্তাবন্দী করে উল্লেখিত মেদীবিলের ডোবায় ফেলে দেয়।

এদিকে নিখোঁজ উজ্জলের পিতা লাখাই থানায় ২৬ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে ডাইরি করলে এরই প্রেক্ষিতে থানার এসআই আমিনুল ইসলাম তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রেমিকার সন্ধান পান এবং প্রেমিকা ও তার বাবাকে আটক করেন। আটকের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থান থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

উদ্ধারের পর উজ্জলের বাবা পরনের কাপড় চোপড় দেখে ছেলের লাশ সনাক্ত করেন। লাশ উদ্ধারের পর এক লিখিত প্রেস ব্রিফিং-এ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ উজ্জল মিয়ার নিখোঁজ, থানা জিডি ও পুলিশের তদন্ত , লাশ উদ্ধার, আটককৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্য উপস্থিত সাংবাদিকদের অবহিত করেন।

Similar Posts

error: Content is protected !!