সৌদিতে একদিনেই শিরশ্ছেদ করা হয়েছে ৩৭ জনের!

আমাদের নিকলী ডেস্ক ।।

সৌদি আরবে একদিনেই ৩৭ জনের শিরশ্ছেদ করা হয়েছে। আদালতের রায়ের প্রেক্ষিতে মঙ্গলবার (২৩ এপ্রিল ২০১৯) তাদের শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরে ২ জনের মৃতদেহ ক্রেন দিয়ে প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়।

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, রাজধানী রিয়াদ, পবিত্র নগরী মক্কা ও মদিনা, মধ্যাঞ্চলীয় কাসিম ও সংখ্যালঘু শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে অভিযুক্তদের শিরশ্ছেদ করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ বলছে, গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে ওই ৩৭ জনের মধ্যে দুইজনকে শিরশ্ছেদের পর ক্রুশবিদ্ধ করা হয়েছে।

চলতি বছরেই দেশটিতে এ নিয়ে কমপক্ষে ১০০ জনের শিরশ্ছেদ করা হয়েছে। গত বছর অন্তত ১৪৯ জনের শিরশ্ছেদ করা হয়েছিল।

সূত্র : কালের কণ্ঠ

Similar Posts

error: Content is protected !!