কিশোরগঞ্জে ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিনিধি ।।

সকল পাবলিক ভার্সিটি ও সরকারি কলেজসমূহে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ছাত্র সংসদ নির্বাচন ও ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাসহ চলমান খুন, ধর্ষণ এবং ইসলাম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মঙ্গলবার (২৩ এপ্রিল ২০১৯) বাদ আসর ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ইশা ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা সভাপতি ছাত্রনেতা জোবায়ের আহমাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোস্তফা কামাল, সহকারী প্রশিক্ষণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মাজহারুল ইসলাম মারজান, ইশা ছাত্র আন্দোলন গুরুদয়াল সরকারি কলেজ শাখা সভাপতি আবু নাঈম, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান।

মানববন্ধনে বক্তারা বলেন, নতুন নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে ছাত্র সংসদগুলো ‘আঁতুড়ঘর’ হিসেবে কাজ করে। ছাত্র সংসদ অকার্যকর থাকায় ছাত্র রাজনীতিও পথ হারিয়েছে। ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার চেয়ে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির পথে পা বাড়িয়েছে ছাত্ররা। দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদগুলোর নির্বাচনের দাবিও জোরালো হয়েছে। অবিলম্বে সকল পাবলিক ভার্সিটি ও সরকারি কলেজসমূহে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।

তারা আরো বলেন, দেশে ধর্ষণ, যৌন হয়রানী ও নৃশংস হত্যাকাণ্ড এখন নিত্য-নৈমিত্তিক ঘটনায় পরিনত হয়েছে। সম্প্রতি ফেনীতে আলিম পরীক্ষার্থী মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফীকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা দেশবাসীকে চরমভাবে ব্যথিত করেছে। এ হত্যাকাণ্ডে জড়িত অধ্যক্ষ সিরাজুদ্দৌলাসহ সকল ঘাতকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তারা সরকারের কাছে কোরআন অবমাননা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তিকারী অস্ট্রিয়া প্রবাসী সেফাত উল্লাহ ওরফে সেফুদাকে দ্রুত দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় তাঁরা কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা সহ সভাপতি মুহা. ইমদাদুল্লাহ মাহবুব, সাধারণ সম্পাদক আবরারুল হক, সাংগঠনিক সম্পাদক মুহা. সাইফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুহা. আবু হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহা. আবু বকর সিদ্দিক, অর্থ সম্পাদক আহমাদুল্লাহ বিন ফরিদ, দফতর সম্পাদক মুহা. আবু নাঈম, কওমি মাদরাসা বি. সম্পাদক মুহা. ফাইজুল ইসলাম, আলিয়া মাদ্রাসা বি. সম্পাদক মুহা. ত্বয়াসিন আহমাদ, স্কুল বি. সম্পাদক মুহা. আল আমিন প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!