ধামইরহাটে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল সন্ধ্যায় ওসি জাকিরুল ইসলামের নেতৃত্বে এএসআই নুরুন্নবী ও সারোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সাতানা পিয়াজির মোড়ে মৃত মোজাফফর রহমানের ছেলে রনি (২৮) বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আটক করে।

অপরদিকে উপজেলার রুপনারায়নপুর গ্রামের ৭টি মাদক মামলার আসামি ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মৃত মোসলেম উদ্দিনের ছেলে উকিল বাবুকে (২৯) ১০পিস ইয়াবাসহ আটক করা হয়।

ডিউটি অফিসার এসআই আমিরুল ইসলাম জানান, আসামিরা মাদক ব্যবসায়ী ও তাদের নামে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!