মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
হবিগঞ্জের লাখাইয়ে ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মুমূর্ষ অবস্থায় ওই ছাত্রীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে লাখাই থানার এসআই রকিবুল হাসান ও আমিনুল ইসলাম অভিযান চালিয়ে সদর উপজেলার রিচি গ্রাম থেকে জহুর আলী উরফে জোরা মিয়া (৮০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন। আটক জহুর আলী উপজেলার ভাদিকারা গ্রামের মৃতঃ আলী আকবরের পুত্র।
লাখাই থানাার অফিসার্স ইনচার্জ এমরান হোসেন জানান, বিষয়টি শোনার পরপরই পুলিশ অভিযুক্তকে ধরতে তৎপর হয়ে ওঠে এবং ওইদিন রাতেই ধর্ষককে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ভাদিকারা গ্রামে একটি ধান তোলার খলায় ভাদিকরা গ্রামের আলমগীর মিয়ার কন্যা ভাদিকারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর পিতা আলমগীর বাদী হয়ে লাখাই থানায় ধর্ষণের দায়ে একটি মামলা দায়ের করেন। ধর্ষণের কথা স্বীকার করার পর ধর্ষককে কারাগারে প্রেরণ করা হয়।