ধামইরহাটে পুলিশের জালে ধরা পড়ল মাদকের গডফাদার আফজাল

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে পুলিশের সোর্স পরিচয়দানকারী এলাকার গডফাদার মাদক সম্রাটখ্যাত আফজাল হোসেনকে আটক করেছে পুলিশ। থানার মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানার চৌকশ অফিসার এসআই আমিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স সেননগর গ্রামের জামাল উদ্দিনের ছেলে আফজাল হোসেনকে (৩০) ১০ পিস ইয়াবাসহ ২৬ এপ্রিল রাত ৯টার দিকে ক্যান্টিন মোড় থেকে আটক করে।

এলাকাবাসীর অভিযোগ উপজেলা ক্যান্টিন মোড়স্থ এলাকায় মুদি ও পেট্রোল ব্যবসার আড়ালে বিভিন্ন সময় নেশাজাতীয় দ্রব্য বিক্রি করে আসছিল। তাকে গ্রেফতারের পর ধামইরহাটবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এমনও জনশ্রুতি আছে যে, সে বিভিন্ন চায়ের দোকানে নেশাজাতীয় দ্রব্য পাইকারি বিক্রয় করে এবং যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

এ বিষয়ে ধামইরহাট থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে নওগাঁ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অন্য কোন প্রতিবন্ধকতা নেই, প্রতিবন্ধকতা শুধু একটাই মাদক। ধামইরহাট থেকে এই মাদক নির্মূলে থানা পুলিশ কাউকেই ছাড় দেবে না সে যত বড়মাপের ব্যক্তিই হোক না কেন।

উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ এম এম সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম বলেন, সরকার যেহেতু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, সেই লক্ষ্যে ধামইরহাট থানা পুলিশ পৌর কাউন্সিল, অন্য ব্যবসার আড়ালে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যেভাবে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে, তা যেন অব্যাহত থাকে। এটাই ধামইরহাটবাসীর প্রত্যাশা। মাদক ব্যবসায়ী আফজালকে আটক করায় উপজেলার সর্বস্তরের জনসাধারণ থানা পুলিশের ভূয়সী প্রশংসা করেন।

Similar Posts

error: Content is protected !!