মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে এবার এগার কেজি আটশত দশ গ্রাম ওজনের একটি মরা রুই মা মাছ উদ্ধার করা হয়েছে। উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের পুরা কপালী স্লুইচগেইট নামক এলাকার হালদা নদীর অংশ থেকে শনিবার (২৭ এপ্রিল) বিকাল ৫টার দিকে মাছটি উদ্ধার করা হয়।
জানা যায়, স্থানীয় ডিম সংগ্রহকারী হারুন ও আবুল কালাম প্রায় পৌনে তিন ফুট লম্বা মরা রুই মা মাছটিকে ভাসতে দেখে উদ্ধার করে। পরে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানালে তিনি তাদের উদ্ধার করা মাছটিকে উপজেলায় নিয়ে আসতে বলায় তারা মৃত রুই মা মাছটি উপজেলা পরিষদে নিয়ে আসেন।
হালদার গবেষক ও চবির প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া বলেন, ইঞ্জিনচালিত বোটের পাখার আঘাতে মা মাছটি মারা গিয়ে থাকতে পারে। উপজেলা মৎস্য অফিসার মো. আজহারুল আলম বলেন, উদ্ধার করা মা মাছটিতে আঘাতের যে দু’টি চিহৃ দেখা যাচ্ছে সে আঘাতে মাছটি মরার কথা না। হিট স্ট্রোক করেও মাছটির মৃত্যু হয়ে থাকতে পারে।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল মঙ্গলবার সকালের দিকেও হালদা নদীর খলিফাঘোনা এলাকা থেকে ৩৩ ইঞ্চি দৈর্ঘ্যের একটি মরা মৃগেল মা মাছ উদ্ধার করা হয়েছিলো।