বনগ্রামে কমরেড অজয় রায় “স্মৃতি ফলক” উন্মোচন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।

প্রয়াত জননেতা কমরেড অজয় রায়ের সমাধিতে “স্মৃতি ফলক” উন্মোচন করা হয়। শনিবার (২৭ এপ্রিল ২০১৯) সকালে অজয় রায়ের জন্মভিটা কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নন্দীপুর গ্রামে এই “স্মৃতি ফলক” উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।

সম্মিলিত সামাজিক আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে ও সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ঐক্য ন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি পংকজ ভট্টাচার্য্য, কিশোরগঞ্জ জেলা বারের সভাপতি অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিয়াউদ্দিন তারেক আলী, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, মানসিংহ ফরহাদ ট্রাস্ট সভাপতি শেখর দত্ত, দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লুভা নাহিদ চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, সাংবাদিক রীতা ভৌমিক, স্থপতি রবিউল হোসেন, কমরেড অজয় রায়ের স্ত্রী জয়ন্তী রায়, পুত্র বিজ্ঞানী অমিতাভ রায়, বনগ্রাম ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিলন, খুর্শিদ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কমরেড অজয় রায় একজন অসাম্প্রদায়িক চেতনার নেতা ছিলেন। তিনি সবসময় ১৭ কোটি মানুষের চিন্তা করে গেছেন। বক্তাগণ কমরেড অজয় রায়ের স্মৃতি রক্ষার্থে এখানে একটি গ্রন্থাগার স্থাপনের দাবি জানান। পরে বনগ্রাম আনন্দ কিশোর উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।

Similar Posts

error: Content is protected !!