আমাদের নিকলী ডেস্ক ।।
কটিয়াদী উপজেলার সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নের দিয়াকুল গ্রামের কৃতী সন্তান প্রকৌশলী আলহাজ্ব মো. ইলিয়াস (দুলাল মিয়া) আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। শনিবার (২৭ এপ্রিল ২০১৯) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরের বাসায় তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই ছেলে, এক কন্যা, দুই ভাই ও এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার (২৮ এপ্রিল) বাদ ফজর রাজধানীর মোহাম্মদপুর মসজিদে নামাজে জানাজা শেষে রায়েরবাগ কবরস্থানে স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়।
প্রকৌশলী আলহাজ্ব মো. ইলিয়াস চাকুরি জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত সুনামের সাথে পালন করে গেছেন। তিনি সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশনের পরিচালক ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য ছিলেন। ১৯৯৬-২০০১ মেয়াদে সচিবের মর্যাদায় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা ছিলেন।
ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত সৎ ও পরহেজগার ছিলেন। তাঁর মৃত্যুতে নিজ এলাকা দিয়াকুল গ্রামে শোকের ছায়া নেমে আসে।
সূত্র : কিশোরগঞ্জ নিউজ