নিকলীতে স্যানিটেশন ও হাইজিন ক্যাম্পেইন অনুষ্ঠিত

সংবাদদাতা ।।
গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে উন্নত ল্যাট্রিন ব্যবহার ও স্বাস্থ্যভ্যাস উন্নয়ন বিষয়ে কমিউনিটি পর্যায়ে চাহিদা তৈরির উদ্দেশ্যে ৬ ফেব্রুয়ারি তারিখ নিকলী উপজেলার মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় স্যানিটেশন ও হাইজিন ক্যাম্পেইন। স্যানিটেশন মার্কেটিং কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় স্যানিটেশন ব্যবসায়ী প্রতিষ্ঠান মারিয়া এন্টারপ্রাইজ ও মা স্যানিটারী’র উদ্যোগে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় গণনাটক, আলোচনা ও হাত ধোয়া প্রদর্শনের মধ্য দিয়ে আয়োজিত হয় উক্ত ক্যাম্পেইন। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আদর্শ কলেজের অধ্যক্ষ কারার মাহমুদা পারভীন। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ওয়াশ কো-অর্ডিনেটর মোঃ ইকবাল হোসাইনের সঞ্চালনায় আয়োজিত উক্ত ক্যাম্পেইনে কলেজের শিক্ষকবৃন্দ, মারিয়া এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর হামিদুর রহমান সবুজ, মা স্যানিটারীর প্রোপ্রাইটর মোঃ কফিল মিয়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কলেজের সকল শিক্ষার্থী এবং কলেজ পাশ্ববর্তী এলাকার বিভিন্ন শ্রেণী পেশার জনগোষ্ঠী অনুষ্ঠানটি উপভোগ করেন।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান
প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন সাবান দিয়ে হাত ধোয়া ও ল্যাট্রিন পরিচ্ছন্ন রাখার মত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ক্ষেত্রে বেশিরভাগ মানুষই সাধারণত উদাসিন থাকে। আমাদের অধিকাংশ রোগ-ব্যাধীর উল্লেখযোগ্য কারণই এ উদাসিনতা। এব্যাপারে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির কোন বিকল্প নেই, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে, পাশাপাশি স্যানিটেশন ব্যবসায়ীদেরকেও এ কাজে অন্তর্ভুক্ত করেছে, যা খুবই প্রশংসনীয় উদ্যোগ।
সভাপতির বক্তব্যে মুক্তিযোদ্ধা আদর্শ কলেজের অধ্যক্ষ কারার মাহমুদা পারভীন বলেন, আজকের এই নাটক ও আলোচনার মাধ্যমে যে ম্যাসেজগুলো সম্পর্কে ধারণা লাভ করা গেল তা আমাদের সুস্থ -সুন্দরভাবে বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবান দিয়ে হাত ধোয়া এবং উন্নত ল্যাট্রিন ব্যবহার ও তা রক্ষণাবেক্ষণ সংক্রান্ত এ বিষয়গুলো নিজেদের বাস্তব জীবনে প্রয়োগ করতে এবং পারিবারি ও সামাজিক পর্যায়ে ছড়িয়ে দেয়ার জন্য তিনি দর্শকশ্রোতাদের বিশেষ করে অত্র কলেজের তরুণ-তরুণীদেরকে অনুরোধ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং হাত ধোয়ার সময় ও কৌশলগুলো যারা সঠিক ভাবে বলতে পেরেছেন সেসব তরুণ-তরুণীর মধ্যে পুরস্কার স্বরূপ সাবান বিতরণ করা হয়।

গণনাটক প্রদর্শনের দৃশ্য, কলেজ অধ্যক্ষ উপভোগ করছেন নাটকটি
গণনাটক প্রদর্শনের দৃশ্য, কলেজ অধ্যক্ষ উপভোগ করছেন নাটকটি

Similar Posts

error: Content is protected !!