হুমায়ুন কবির, পাকুন্দিয়া প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের সদর উপজেলার চৌদ্দশত এলাকা থেকে (৩ মে ২০১৯) দুপুর ২টার দিকে মাদক বিক্রির ৮৫৫০ টাকা, ৮টি মোবাইল সেট ও ২৯৫০ পিস ইয়াবাসহ কিশোরগঞ্জ সদর থানার পাটধা নয়াপাড়া গ্রামের মৃত কাইয়ুমের ছেলে মো. দুলাল (৩২), পশ্চিম তারাপাশার মো: আয়ুব আলীর ছেলে মাজাহারুল ইসলাম জুমন (৩০), কটিয়াদী থানার দাসের গাঁও গ্রামের মো: সুমনের স্ত্রী শাহানা আক্তার (২৮), একই থানার আছমিতার আবু হানিফের স্ত্রী মোছা: মদিনা বেগম নামে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ।
অভিযানের নেতৃত্ব দেন র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান।
লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, মাদককে নির্মূলের ক্ষেত্রে কিশোরগঞ্জ র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের সদর উপজেলার চৌদ্দশত এলাকায় শুক্রবার দুপুরে অভিযান পরিচালনা করেন।
অভিযানে কিশোরগঞ্জ সদর থানার পাটধা নয়াপাড়া গ্রামের মৃত কাইয়ুমের ছেলে মো. দুলাল (৩২), পশ্চিম তারাপাশার মো: আয়ুব আলীর ছেলে মাজাহারুল ইসলাম জুমন (৩০), কটিয়াদী থানার দাসের গাঁও গ্রামের মো: সুমনের স্ত্রী শাহানা আক্তার (২৮), একই থানার আছমিতার আবু হানিফের স্ত্রী মোছা: মদিনা বেগম নামে চার মাদক ব্যবসায়ীকে মাদক বিক্রির টাকা, মোবাইল ও ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় চার মাদক ব্যবসায়ীকে আসামি করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদও মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান।