ফণী আক্রান্ত বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। শনিবার (৪ মে ২০১৯) বিকেল ৩টায় তাৎক্ষণিকভাবে বাংলাদেশের কয়েকটি ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনের জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।
নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার নূরে আলম চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, যুগ্ম মহাসচিব হাবিবুন নাহার, রাশেদ খান, জুনায়েদ রকিসহ অন্যান্যরা সাথে ছিলেন।
ধারার মিডিয়া সেল থেকে জানানো হয়, তাৎক্ষণিকভাবে পরিদর্শনের পাশাপাশি প্রেসিডিয়াম মেম্বার নূরে আলম চৌধুরীর তত্ত্বাবধায়নে ক্ষতিগ্রস্তদের মাঝে সাহায্যও প্রদান করা হবে। নেতৃবৃন্দ চাঁদপুর, লক্ষ্মীপুরসহ আরো কয়েকটি স্থানে যাবেন। সংবাদ বিজ্ঞপ্তি