করিমগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিনিধি ।।

রোববার (৫ মে ২০১৯) সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ জঙ্গলবাড়ি মহিলা কলেজের সামনে ট্রাক চাপায় আওয়াল মিয়া (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত আওয়াল মিয়া জেলার ইটনা উপজেলার বড়িবাড়ী ইউনিয়নের বড়িবাড়ী এলাকার আলী হোসেনের ছেলে।

জানা যায়, সকালে করিমগঞ্জ এলাকা থেকে আওয়াল মিয়া মোটরসাইকেলে তার আরও দুই বন্ধুকে নিয়ে কিশোরগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। জঙ্গলবাড়ি মহিলা কলেজ এলাকা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক্টর তাদের চাপা দেয়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহী আহত হলেও ঘটনাস্থলে চালক আওয়াল মিয়া নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, নিহতের লাশ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ও ট্রাকটিকে আটক করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!