পুত্রসন্তানের বাবা-মা হলেন প্রিন্স হ্যারি-মেগান

আমাদের নিকলী ডেস্ক ।।

রাজপরিবারে খুশির হাওয়া। এসেছে নতুন অতিথি। পুত্র সন্তানের মা হলেন মেগান মর্কেল। স্বভাবতই উচ্ছ্বসিত প্রিন্স হ্যারি। স্থানীয় সময় অনুসারে সোমবার সকাল ১০.৫৬ মিনিটে পুত্র সন্তানের জন্ম দেন মেগান।

আর তারপরই প্রিন্স হ্যারি সংবাদমাধ্যমকে এই খুশির খবর দেন। উচ্ছ্বসিত প্রিন্স হ্যারি বলেন, আমাদের পুত্রসন্তান হয়েছে। এটা অন্যরকম একটা অনুভূতি। প্রিন্স ছাড়াও এই খবর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেন সাসেক্সের ডিউক এবং ডাচেস।

উল্লেখ্য, বেবি সাসেক্সের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন জর্জ ক্লুনি। তিনি এই রাজপরিবারের একজন ঘনিষ্ঠ বন্ধু। মুকুটের দৌড়ে সপ্তম স্থানে রয়েছেন বেবি সাসেক্স।

সূত্র : কলকাতা ২৪/৭

Similar Posts

error: Content is protected !!