হুমায়ুন কবির, পাকুন্দিয়া প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে মঙ্গলবার (৭ মে ২০১৯) সন্ধ্যায় পৌর এলাকার নামালক্ষীয়া গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া (৩৫) নামে এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় স্থানীয় লোকজন নামালক্ষীয়া গ্রামে বিষপানে একজন মারা গেছেন, এমন খবর পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিষপানে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।