হুমায়ুন কবির, পাকুন্দিয়া প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত বাসে নার্স শাহিনূর আক্তার তানিয়ার (২৪) ধর্ষক ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদোগে বুধবার (৮ মে ২০১৯) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভে রাস্তা অবরোধ করে।
কলেজ শাখা ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্না ও সোহেলের নেতৃত্বে উপজেলা পরিষদ গেইটের সামনে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে এ কর্মসূচি পালন করা হয়। “বঙ্গবন্ধুর বাংলায় ধর্ষণকারী ও খুনিদের ঠাঁই নাই, শেখ হাসিনার বাংলায় ধর্ষণকারী ও খুনিদের ঠাঁই নাই, নার্স তানিয়া হত্যাকারীদের ফাঁসি চাই, দিতে হবে” স্লোগান দিতে থাকে।
অবরোধ চলাকালে রাস্তার দুইপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোকলেছুর রহমান ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ ছাত্রদেরকে শান্ত করলে তারা অবরোধ তুলে নেয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু বলেন, এসব অপরাধীদের প্রকাশ্যে দিবালোকে ক্রসফায়ারের আওতায় আনা প্রয়োজন। তা হলেই দেশ থেকে ধর্ষক ও খুনি নির্মূল সম্ভব হবে।