আজিজুল হক বিপুল, মহাস্থান (বগুড়া) ।।
বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে মাজারকেন্দ্রীক ওরস, গঞ্জিকাসেবী ও জটাধারী দরবেশদের মিলন মেলা। প্রতি বছরের ন্যায় বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে (৯ মে ২০১৯) মহাস্থান মাজারকেন্দ্রীক ওরস ও জটাধারী বাউলদের মিলন মেলা উপলক্ষে কয়েক দিন পূর্ব থেকে দেশ-বিদেশের বিভিন্ন এলাকা থেকে জটাধারী পাগলগন মহাস্থান মাজার এলাকা, বোরহান উদ্দিন মাজার এলাকা, মেহগনি বাগান, পাথর পট্টি, মানখালিসহ আশপাশের এলাকায় এসে আস্তানা গেঁড়ে বসেছে।
এবারের মেলা রমজান মাসে হওয়ায় লোক সমাগম কম হতে পারে বলে অনেকে ধারণা করছেন। দোকানপাট অন্যবারের তুলনায় কম বসেছে। তারপরেও রাতে লক্ষাধিক লোকের সমাগম হবে বলে অনেকের ধারণা।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, মেলায় আইনশৃঙ্খলা রক্ষার জন্য ৪৫০ জন পুলিশ, ২শ’ জন স্বেচ্ছাসেবক সারাক্ষণ মাঠে থাকবে।
মসজিদে চলবে ওয়াজ নছিহত। বাউলগণ সারা রাত নেচে গেয়ে চালাবে মুরশিদি গান। আর মহাস্থানের তবারক হিসাবে ব্যাবসায়ীগণ তৈরি করেছেন শত শত মণ কটকটি। এদিকে প্রশাসনের চাপে জটাধারী গঞ্জিকা সেবীদেরকে বোরহান উদ্দিন মাজার এলাকা ও মেহগনি বাগান এলাকায় আস্তানা গেঁড়ে বসতে দেখা যায়।