তানিয়া হত্যার প্রতিবাদে কুমরীতে অগ্নিবীনার মানববন্ধন অনুষ্ঠিত

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিনিধি ।।

কটিয়াদীতে স্বর্ণলতা চলন্ত বাসে সেবিকা শাহিনূর আক্তার তানিয়াকে গণধর্ষণ, হত্যাকারীদের ফাঁসি ও চলমান নৈরাজ্যের প্রতিবাদে আজ বাদ জুমা অগ্নিবীনা যুব সংঘ কুমরী জামে মসজিদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

অগ্নিবীনার সহ-সভাপতি সুলতান আফজাল আইয়ূবীর সভাপতিত্বে ও অগ্নিবীনার সাধারণ সম্পাদক খায়রুল আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা. নূরুল ইসলাম, কুমরী নূর হোসাইনী আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মালানা আঃ মান্নান, সাবেক ইউপি সদস্য বাবু মিয়া, সেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল হক বাতেন, শিক্ষাবিদ জাকির হোসেন নাজমুল, সাব্বির আকন্দ শ্যামল, ব্যবসায়ী শামীম আহাম্মেদ, অগ্নিবীনার উপদেষ্টা তৌকির আহাম্মেদ, সেনা সদস্য বোরহান উদ্দিন।

এতে আরও উপস্থিত ছিলেন অগ্নিবীনার উপদেষ্টা জাকির হোসেন, শাহরিয়ার অশ্রু, প্রবাসী মুস্তাকিম, কাঞ্চন মিয়া, সংঘের আবুল কাশেম পিয়েল, মোঃ জামান মিয়া, নাজহারুল নাহিদ, সাফায়েল বাবর, রবিন মিয়া, মাহবুব রাব্বিলসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।

উক্ত মানববন্ধনে জুম্মার নামাজের পরক্ষণেই মুসল্লীদের অংশগ্রহণে নৈরাজ্য সৃষ্টিকারী ও ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি দাবি করা হয়।

Similar Posts

error: Content is protected !!