সংবাদদাতা ।।
নিকলী উপজেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দিল মোহাম্মদের গাড়ী চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঐ বৃদ্ধের নাম আবুল হোসেন (৮০)। তিনি নিকলীতে তার মেয়ের বাড়ীতে বেড়াতে এসেছিলেন। তার গ্রামের বাড়ী কটিয়াদী উপজেলার করগাঁও গ্রামে। ঘটনাটি গতকাল বুধবার দুপুর আড়াইটায় নিকলী উপজেলা কমপ্লেক্সে সংগঠিত হয়। ঘটনার প্রত্যদর্শীরা জানান, বৃদ্ধ আবুল হোসেন উপজেলা চত্বরে ঘুমিয়ে থাকা অবস্থায় যুগ্ম সচিবের গাড়ীটি পিছনের দিকে টার্ন করানোর সময় গাড়ীটি বৃদ্ধ আবুল হোসেনের উপর উঠে যায়। এসময় উপস্থিত থাকা লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নিকলী সরকারী হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিকলী সরকারী হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ সাইফুল ইসলাম জানান, বৃদ্ধ আবুল হোসেনের বাম পা ভেঙ্গে গেছে, দুটি হাতও তেঁতলে যাওয়ায় অতিরিক্ত রক্তরণে তার মৃত্যু হয়। এব্যাপারে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমি এবং স্যার (যুগ্ম সচিব) তাকে আহত অবস্থায় হাসপাতালে গিয়ে দেখে আসি এবং উন্নত চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসককে বলি। তিনি আরো জানান, হঠাৎ এই অনাকাঙ্খিত দূর্ঘটনায় কবলিত হয়ে যুগ্ম সচিব স্যার মর্মাহত হয়েছেন। এব্যাপারে বৃদ্ধের পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য যে আজ বুধবার যুগ্ম সচিব নিকলীতে একটি আধুনিক সুইমিংপুল নিমার্নের জন্য পরিদর্শনে এসেছিলেন।