কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
নার্স শাহিনুর আক্তার তানিয়াকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে ধর্ষণ ঘটনাস্থলে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সামাজিক সংগঠন আশ্রয় সহ কয়েকটি সামাজিক সংগঠন।
শনিবার (১১ মে ২০১৯) সকাল ১১টায় তানিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনাস্থল বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের জামতলী নামক স্থানে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করে। এছাড়া “স্বপ্ন” সামাজিক সংগঠন, সমকাল সুহৃদ সমাবেশসহ স্থানীয় সংগঠন, স্থানীয় সচেতন সমাজ মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।
এ সময় রাজীব সরকার পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগ নেত্রী তানিয়া সুলতানা হ্যাপি, মুন্সি আব্দুল হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক জোয়ারদার, তানিয়ার বড় ভাই কফিল উদ্দিন সুমন, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম বিএসসি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তারেক হাসনাত তারেক, আশ্রয় সদস্য জসিম উদ্দিন, বাজিতপুর উপজেলা ছাত্রলীগ নেতা চন্দন মোদক, কটিয়াদী উপজেলা ছাত্রলীগ নেতা আলী মোজাম্মেল একেএম মোর্শেদ সজীব, রফিকুল ইসলাম, রাকিবুল হান্নান মিজান, সুহৃদ সমাবেশ সম্পাদক বদরুল আলম নাঈম প্রমুখ।
বক্তারা নার্স শাহিনুর আক্তার তানিয়া গণধর্ষণ ও হত্যায় প্রকৃত জড়িতদের দ্রুতবিচার ট্রাইবু্নালের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, চলতি মাসের ৬ মে ঢাকা থেকে বাড়িতে আসার পথে বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের জামতলী নামক স্থানে চলন্ত বাসে ধর্ষণের শিকার হন।