ধামইরহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও কৃষি উপকরণ বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে চলতি মৌসুমে ২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ১২ মে রোববার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি ১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বি-৪৮ জাতের ধান ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেন।

এ সময় উপজেলা কৃষি অফিসার সেলিম রেজা, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, হারুন আল রশীদ, রাসেল মাহমুদ, রেজুয়ান আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সুস্বাদু জাতের আম নাকফজলীকে ব্র্যান্ডিং করে কৃষি বিভাগের ভূয়সী প্রশংসা করেন প্রধান অতিথি সাংসদ শহীদুজ্জামান সরকার।

Similar Posts

error: Content is protected !!